
দেশের বাজারে পানিরোধী নতুন স্মার্টফোন নিয়ে এসেছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৯, আইপি৬৮, আইপি৬৬ রেটিং সম্বলিত এবং মেলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফাইড; যেটি কি না পানি, ধুলো ও দুর্ঘটনাজনিত পতনেও ফোনকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি ‘সি৭৫এক্স’-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ক্যামেরা নাইট ফটোগ্রাফি কিংবা পোট্রেট মোড উভয় ফিচারেই ছবি তুলতে সক্ষম।
রিয়েলমি ‘সি৭৫এক্স’ এ রয়েছে- ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ৫৬০০এমএএইচ ব্যাটারি। ৫ মিনিটের চার্জেই ফোনে কথা বলা যায় ৩ ঘণ্টা। আর একবার পুরোপুরি চার্জ সম্পূর্ণ হলে- ৭ ঘণ্টা টানা গেমিং, ১৩.২ ঘণ্টা ধারাবাহিক ইউটিউব ভিডিও প্লে এবং ২৪ ঘণ্টার স্ট্যান্ডবাই সম্ভব স্মার্টফোনটি দিয়ে।
এছাড়া এই সেগমেন্টের বেস্ট এআই এক্সপেরিয়েন্স দিচ্ছে ফোনটি। ডিভাইসটিতে আছে গুগল জেমিনি চ্যাটবট এবং এটি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর, দ্রুততম সময়ে কোনো কিছু অনুসন্ধান, অ্যাপগুলোর মধ্যে নির্বিঘ্ন এআই স্মার্ট লুপ, এআই ইমেজ এডিটিং অর্থাৎ ব্লারি বা ঘোলা ছবিকে স্পষ্ট করা ইত্যাদি ফিচার আছে। রিয়েলমি ‘সি৭৫এক্স’ এর ৬/১২৮ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ১৭ হাজার ৯৯৯ টাকায়।