ঢাকা     ২২ এপ্রিল ২০২৫ ||  ৯ বৈশাখ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

৫১২ জিবি স্টোরেজের স্মার্টফোন আনছে অনার

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ২১ এপ্রিল ২০২৫

৫১২ জিবি স্টোরেজের স্মার্টফোন আনছে অনার

প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ দেশের বাজারে নিয়ে আসছে ৫১২ জিবি স্টোরেজের স্মার্টফোন। এক্স৮সি মডেলের স্মার্টফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের এআই-সমর্থিত রিয়ার ক্যামেরা এবং ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, “দ্যা ওয়ার্ল্ডস ফেভারিট কালার” হিসেবে স্বীকৃত মার্স গ্রিন কালার থেকে অনুপ্রাণিত হয়ে এই ফোন ডিজাইন করা হয়েছে।  ফোনটি মিডনাইট ব্ল্যাক, মুনলাইট হোয়াইট ও ক্লাউড পার্পল রঙে বাজারে পাওয়া যাবে।

অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং আজ ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে। ফোনটি আনুষ্ঠানিকভাবে আগামী ২৭ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে। স্মার্টফোন প্রেমীরা প্রি-বুকিংয়ের তারিখ থেকে অনারের এক্সপেরিয়েন্স শপে সরাসরি ডিভাইসটি ব্যবহার করার সুযোগ পাবেন। যেসব গ্রাহকরা ডিভাইসটি প্রি-বুক করবেন তারা নির্ধারিত ব্যাংক থেকে তিন মাসের জন্য সুদবিহীন ইএমআই (কিস্তি) সুবিধা উপভোগ করতে পারবেন; সাথে উপহার হিসেবে পাবেন এএনসি ও প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি সম্বলিত অনার চয়েস এক্স৭ লাইট ইয়ারবাড।