ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সবচেয়ে কমদামের 5G স্মার্টফোন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ৫ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৮:১৪, ৫ ডিসেম্বর ২০২০

সবচেয়ে কমদামের 5G স্মার্টফোন

সবচেয়ে কমদামের 5G স্মার্টফোন বাজারে ছেড়েছে টেক ব্যান্ড মটোরোলা। কয়েকদিন আগেই ইউরোপের বাজারে ফোনটি ছাড়া হয়েছে। এবার ভারতের বাজারে মাত্র দাম ২১ হাজার টাকায় পাওয়া যাবে স্মার্টফোনটি।  

Moto G 5G-তে আছে ৬.৭ ইঞ্চি full-HD+ (1,080x2,400 pixels) স্ক্রিন। 750G SoC যুক্ত এই ফোনে থাকছে ৪জিবি র‍্যাম এবং ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ।

অ্যানড্রয়েড ১০ -এর সঙ্গে Moto G 5G ফোনে ২০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা থাকছে। ৫০০০এমএএইচ ব্যাটারির সঙ্গে ফোনটিতে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা। প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল। ফোনে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। একইসঙ্গে আছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Moto G 5G-র দাম Rs. ২০,৯৯৯ টাকা।   ৬GB RAM + ১২৮GB স্টোরেজ অপশনে পাওয়া যাবে এই ফোনের দাম ২৪,৯৯৯ টাকা।