ঢাকা     ২১ জানুয়ারি ২০২৫ ||  ৭ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

টিকটকে নতুন নিয়ম, ৪০ মিনিটের বেশি ব্যবহার করা যাবে না!

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২১

টিকটকে নতুন নিয়ম, ৪০ মিনিটের বেশি ব্যবহার করা যাবে না!

অল্প বয়সী শিশু-কিশোরদের জন্য  ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম আনলো চীনের ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটক। নতুন এ নিয়মে ১৪ বছরের নিচে ব্যবহারকীরা ৪০ মিনিটের বেশি টিকটক ব্যবহার করতে পারবে না।

টিকটকের চীনা সংস্করণ ডুয়িং নতুন নিয়ম চালু করেছে। চীনে ১৪ বছরের নিচের শিশু-কিশোরদের জন্য  ‘ইয়ুথ মুড’ নামে একটি ফিচার চালু করা হয়েছে। এর মাধ্যমে অযাচিত ভিডিও রোধ করা যাবে বলে জানিয়েছে অ্যাপসটির কর্তৃপক্ষ।

রয়টার্স জানিয়েছে, ইয়ুথ মুডের মাধ্যমে ১৪ বছরের নিচে যারা রয়েছে তারা দিনে মাত্র ৪০ মিনিট টিকটক ব্যবহারের সুযোগ পাবে। সকাল ৬টা থেকে রাত ১০টার মধ্যে ৪০ মিনিটের জন্য তাদের টিকটক ব্যবহার করতে হবে।

তরুণদের সুরক্ষায় এমন পদক্ষেপ টিকটকের ইতিহাসে সবচেয়ে কঠিন বলে জানান ডুয়িং। চলতি বছর চীনা কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারে নতুন নীতিমালা আরোপ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।