বিশ্বে দ্রুত বাড়ছে ফাইভজি স্মার্টফোনের চাহিদা। এ ক্ষেত্রে এগিয়ে আছে চীন। ২০২১ সালে দেশটিতে ফাইভজি নেটওয়ার্ক-সংবলিত স্মার্টফোনের বিক্রি ৬৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ২৬ কোটি ৬০ লাখে পৌঁছেছে।
উইচ্যাটে দেয়া এক ঘোষণায় চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস (সিএআইসিটি) জানায়, চীনের অভ্যন্তরীণ বাজারে ৭৫ দশমিক ৯ শতাংশ স্মার্টফোন বিক্রির শীর্ষে ছিল ফাইভজি সেগমেন্ট, যা বৈশ্বিক ৪০ দশমিক ৭ শতাংশের চেয়ে বেশি। প্রতিষ্ঠানটি জানায়, ফাইভজি স্মার্টফোনের দাম ১ হাজার ইউয়ানের নিচে নেমে আসায় ভোক্তাদের মধ্যে ক্রয়ের চাহিদা বেড়েছে। -খবর রয়টার্স।
সিএআইসিটির তথ্যানুযায়ী, ২০২১ সালের নভেম্বরের শেষ নাগাদ চীনের শীর্ষ তিনটি টেলিকম প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ১৬৪ কোটিতে পৌঁছে গেছে। যার মধ্যে ৪৯ কোটি ৭০ লাখ ব্যবহারকারী ফাইভজি স্মার্টফোন ও নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত বছর যার পরিমাণ ছিল ২৯ কোটি ৮০ লাখ। দেশটির শীর্ষ তিনটি টেলিকম পরিষেবা প্রতিষ্ঠান হলো চায়না মোবাইল, চায়না টেলিকম ও চায়না ইউনিকম।