ঢাকা     ১৫ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

চার মোবাইল অপারেটর কিনলো ১০ হাজার ৬৪১ কোটি টাকার তরঙ্গ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৫, ৩১ মার্চ ২০২২

আপডেট: ০৩:৩০, ৩ এপ্রিল ২০২২

চার মোবাইল অপারেটর কিনলো ১০ হাজার ৬৪১ কোটি টাকার তরঙ্গ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নিলামে টেলিটক, গ্রামীণফেন, রবি এবং বাংলালিংক মিলে ১০ হাজার ৬৪১ কোটি টাকার তরঙ্গ কিনেছে।

প্রথম রাউন্ডে টেলিটক ২৩০০ ব্যান্ডে ১ হাজার ৬৮০ কোটি টাকায় তিনটি ব্লকে ৩০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করে। রবি ২৬০০ ব্যান্ডে ৬টি ব্লকে ৩ হাজার ৩৬০ কোটি টাকায় কিনেছে ৬০ মেগাহার্টজ তরঙ্গ।

গ্রামীণফোন ২৬০০ ব্যান্ডে ৬টি ব্লকে ৩ হাজার ৩৬০ কোটি টাকায় কিনেছে ৬০ মেগাহার্টজ তরঙ্গ। বাংলালিংক ২৩০০ ব্যান্ডে ৪টি ব্লকে ৪০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে ২ হাজার ২৪১ কোটি টাকায়। দুই ব্যান্ডে মোট ১৯০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে চার অপারেটর।

নিলাম অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিটিআরসির ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন বিভাগের কমিশনার প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুজ্জামান জুয়েল, পরিচালক ড. মো. সোহেল রানা ও লে. কর্নেল মো. আউয়াল উদ্দিন নিলাম পরিচালনা করেন।