দেশের চার মোবাইল অপারেটরের কাছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) বকেয়া ১৩ হাজার ২২ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা। অপারেটরগুলো হল গ্রামীণফোন, রবি, সিটিসেল (বর্তমানে বন্ধ) এবং রাষ্ট্রায়ত্ত্ব টেলিটক। এদের মধ্যে গ্রামীণফোন ও রবির কাছে বকেয়া অডিট আপত্তি সংক্রান্ত। আর সিটিসেলের বকেয়া উচ্চ আদালত নির্ধারিত ও টেলিটকের কাছে থ্রি-জি তরঙ্গ বরাদ্দ বাবদ পাওনা।
নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জমান সরকারের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার সংসদে এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সংসদে মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, গ্রামীণফোনের অডিট আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা দিয়েছে। তাদের কাছে বকেয়া রয়েছে ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। রবির কাছে অডিট আপত্তির ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকার মধ্যে অপারেটরটি পরিশোধ করেছে ১৩৮ কোটি টাকা। রবির কাছে বকেয়া আছে ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা।
এছাড়াও বন্ধ হয়ে যাওয়া মোবাইল অপারেটর সিটিসেলের (প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি.) কাছে বাকেয়া ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের কাছে বকেয়া এক হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা।
টাকা আদায় নিয়ে টেলিটক বাদে তিনটি অপরাটরের সাথে মামলা চলমান আছে। অপরদিকে টেলিটকের টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয়া হলেও কোন সাড়া মেলেনি বলেও জানান টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী।