অডিট আপত্তির বকেয়া বাবদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আরো ১৪ কোটি টাকা পরিশোধ করেছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। সোমবার তৃতীয় দফায় প্রতিষ্ঠানটি এ টাকা পরিশোধ করে। সন্ধ্যায় বিটিআরসি ও বাংলালিংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে তিন ধাপে মোট ৭৮ কোটি টাকা পরিশোধ করলো বাংলালিংক। হিসাব অনুযায়ী অপারেটরটির কাছে বিটিআরসি’র আরও বকেয়া রয়েছে ৭৩৩ কোটি ৩১ লাখ ৫৬ হাজার ১৭৩ টাকা।
চলতি বছরের ২৬ জুন অডিট আপত্তির ৮১১ কোটি ৩১ লাখ ৫৬ হাজার ১৭৩ কোটি পরিশোধে বাংলালিংককে ১০ দিনের আল্টিমেটাম দেয় বিটিআরসি। এ টাকা পরিশোধ নিয়ে নানা নাটকীয়তার পর ধাপে ধাপে পরিশোধ করার সুযোগ পায় অপারেটরটি। চলতি বছরের ২৭ জুলাই প্রথম ধাপে ৫০ কোটি এবং দ্বিতীয় দফায় ১৪ কোটি টাকা পরিশোধ করে বাংলালিংক।
বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের তথ্যানুযায়ী, দেশে ব্যবসা করা মোবাইল অপারেটরগুলোর কাছে বকেয়ার পরিমাণ ৭ হাজার ৬৯২ কোটি টাকার বেশি। সবচেয়ে বেশি বকেয়া গ্রামীণফোনের। অপারেটরটির কাছে বিটিআরসির পাওনা ৬ হাজার ১০১ কোটি ৮১ লাখ টাকা। বকেয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলালিংক।
রবি আজিয়াটার বকেয়ার পরিমাণ ৫৩৯ কোটি ৭৬ লাখ টাকা, সিটিসেলের ১৭০ কোটি ৯৫ লাখ টাকা। বকেয়া রয়েছে রাষ্ট্রায়ত্ব টেলিটকেরও। তাদের বকেয়ার পরিমাণ ১২৭ কোটি ৩৬ লাখ টাকা।